নীলফামারীর নির্বাচন প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা

চতুর্থ দফায় নীলফামারীর ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ মে। নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি ও সতন্ত্র প্রার্থীরা নির্বাচনী প্রচারনায়য় ব্যস্ত সময় পার করছেন।
প্রার্থীরা বিভিন্ন উন্নয়নের আশ্বাস দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। গনসংযোগ, কর্মীসভা, উঠোন বৈঠক, পথসভার মধ্য দিয়ে প্রার্থীরা তাদের প্রচারনা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী প্রচারনায় চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সাধারন সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরাও পিছিয়ে নেই। তারাও নিজ নিজ কর্মীবাহিনী নিয়ে পুরো এলাকা চষে বেড়াচ্ছেন।
চতুর্থ দফায় ডোমার উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৫০৮ জন প্রার্থী প্রতিদন্দিতা করছে। এরমধ্যে ৫৮ জন চেয়ারম্যান, ৩৩২ জন সাধারন সদস্য ও ১১৮ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী।
ভোগডাবুড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে জন প্রতিদন্দিতা করছেন আওয়ামী লীগে মুরাদ আলী, বিএনপির রিয়াজুল ইসলাম, জাতীয় পার্টির আতিকুর রহমান, সতন্ত্র প্রার্থী মতিয়ার রহমান (আনারস), একরামুল হক (মোটর সাইকেল), আবু তাহের (চশমা) মার্কা। এছাড়াও সাধারন সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী সসদস্য পদে ১২ জন প্রতিদন্দিতা করছেন।
কেতকীবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে রয়েছেন আওয়ামীলীগে মজিবুল ইসলাম, বিএনপির আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির আশরাফুল ইসলাম, সতন্ত্র প্রার্থী জহুরুল হক (চশমা), আশিকুর রহমান (আনারশ), শিবনাথ রায় (মোটরসাইকেল), মাহবুবুল আলম প্রধান (ওহাবুল)। এছাড়াও সাধারন সদস্য পদে ২৮ জন ও সংরক্ষিত নারী সসদস্য পদে ০৯ জন প্রতিদন্দিতা করছেন।
গোমনাতি ইউনিয়নে চেয়ারম্যান পদে রয়েছেন আওয়ামীলীগে আব্দুল হামিদ, বিএনপির আফজাল হোসেন চৌধুরী, সতন্ত্র প্রার্থী ইউনুস আলী সরকার (আনারস) ও আহমেদ ফয়সাল শুভ (মোটরসাইকেল)। সাধারন সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী সসদস্য পদে ১২ জন। এছাড়াও সাধারন সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী সসদস্য পদে ১০ জন প্রতিদন্দিতা করছেন।
জোড়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে রয়েছেন আওয়ামীলীগের আবুল হাচান, বিএনপির মজির উদ্দিন, জাতীয় পার্টির জামাল উদ্দিন, জমিয়াতে উলামায়ে ইসলামের শাহিনুর রহমান (খেজুর গাছ), সতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোছলেহুদ্দীন শাহ (চশমা), মো: আনোয়ার হোসেন (অটোরিক্সা), মো: মিজানুর রহমান (ঘোড়া), মো: মনোয়ার হোসেন (আনারশ), মো: রজব আলী (টেবিল ফ্যান) মার্কা। এছাড়াও সাধারন সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত নারী সসদস্য পদে ১৫ জন প্রতিদন্দিতা করছেন।
বামুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে রয়েছেন, আওয়ামীগে মনোরঞ্জন রায়, বিএনপির মমিনুর রহমান, সতন্ত্র প্রার্থী মো: ওয়াহেদুজ্জামান বুলেট (আনারশ) মার্কা। এছাড়াও সাধারন সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত নারী সসদস্য পদে ১১ জন প্রতিদন্দিতা করছেন।
পাঙ্গমটকপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে রয়েছেন, আওয়ামীলীগে দুলাল হোসেন, বিএনপির নুর আলম বাবু, জাতীয় পার্টির আহসান হাবিব, সতন্ত্র প্রার্থী মো: আব্দুর রউফ উল করিম (ঘোড়া), মো: আব্দুল মজিদ (অটোরিক্সা), মো: আব্দুল হাকিম ভুটো (চশমা), মো: এমদাদুল ইসলাম (আনারশ), মো: নুরুজ্জামান বাবুল (মোটরসাইকেল) মার্কা। এছাড়াও সাধারন সদস্য পদে ৩৩ জন ও সংরক্ষিত নারী সসদস্য পদে ১৬ জন প্রতিদন্দিতা করছেন।
ডোমার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে রয়েছেন, আওয়ামীলীগে হাফিজুল ইমলাম, জাতীয় পার্টির রেজাউল ইসলাম, সতন্ত্র প্রার্থী মোসাব্বের রহমান মানু (মোটরসাইকেল), খন্দ. আহমেদুল হক (চশমা) মার্কা। এছাড়াও সাধারন সদস্য পদে ১৩ জন ও সংরক্ষিত নারী সসদস্য পদে ৩৩ জন প্রতিদন্দিতা করছেন।
বোড়াগাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে রয়েছেন, আওয়ামীলীগে তোফায়েল আহমেদ, সতন্ত্র প্রার্থী ইছাহাক আলী (আনারশ) ও মো: সহিদুল ইসলাম চৌধুরী (মোটরসাইকেল) মার্কা। এছাড়াও সাধারন সদস্য পদে ১১ জন ও সংরক্ষিত নারী সসদস্য পদে ৩০ জন প্রতিদন্দিতা করছেন।
হরিণচড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে রয়েছেন, আওয়ামীলীগে তৈয়বর রহমান, বিএনপির ওসমান গনী, সতন্ত্র প্রার্থী ভোলানাথ রায় (মোটরসাইকেল), আজিজুল ইসলাম (আনারশ), রবিউল আলম (চশমা), হারুন অর রশীদ (ঘাড়া) মার্কা। এছাড়াও সাধারন সদস্য পদে ১১ জন ও সংরক্ষিত নারী সসদস্য পদে ২৯ জন প্রতিদন্দিতা করছেন।
সোনারায় ইউনিয়নে চেয়ারম্যান পদে রযেছেন, আওয়মীলীগে মনজুরুল হক চৌধুরী, জাতীয় পার্টির সার্জেন্ট তহিদুল ইসলাম (অব), সতন্ত্র প্রার্থী এ আহমেদ বাকের বিল্লাহ মুন (অটোরিক্সা), আবুল কালাম আজাদ (আনারশ), আসাদুজ্জামান (চশমা), ফজলুল কবির সরকার (মাটরসাইকেল) মার্কা। এছাড়াও সাধারন সদস্য পদে ১০ জন ও সংরক্ষিত নারী সসদস্য পদে ৩৫ জন প্রতিদন্দিতা করছেন।