English Version
আপডেট : ৩ মে, ২০১৬ ১৮:১৭

চাঁদকানা ইউপিতে ১৪৪ ধারা জারি

অনলাইন ডেস্ক
চাঁদকানা ইউপিতে ১৪৪ ধারা জারি

নীলফামারীর কিশোরগঞ্জের চাঁদকানা ইউনিয়ন পরিষদে (ইউপি) ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। চাঁদখানা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ওই ইউনিয়নের কেল্লাবাজারে একই সময় প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থী সমাবেশ ডাকায় এই ধারা জারি করা হয়।

কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, মঙ্গলবার (৩ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মেহেদী হাসান এই আদেশ জারি করেন। বর্তমানে ওই বাজারে  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

“মঙ্গলবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত চাঁদখানা ইউনিয়নের কেল্লাবাড়ি বাজার চত্বরসহ আশেপাশের এলাকায় সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।”

তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ওই স্থানে একই সময় সমাবেশ আহ্বান করে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যাস প্রার্থী নাজিম উদ্দিন সবুজ ও  প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী।

এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে  এই আদেশ জারি করা হয়। আগামী ৭ মে কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।