English Version
আপডেট : ৩ মে, ২০১৬ ১৮:১১

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ খাগড়াছড়ির জনজীবন

আল-মামুন
ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ খাগড়াছড়ির জনজীবন

খাগড়াছড়িতে ঘন ঘন লোডসেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেে ৪০ হাজার বিদ্যুৎ গ্রাহক। এ লোডসেডিংয়ে কারনে থমকে গেছে এসব গ্রাহকদের জনজীবন।   রোববার (১ মে) সন্ধ্যা থেকে টানা প্রায় ৪৮ ঘন্টার পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে জেলার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ হলেও তা আসা-যাওয়ার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। ফলে অচল হয়ে পড়েছে পুরো জেলাবাসীর জীবন। সীমাহীন দূর্ভোগের শিকার হচ্ছে খাগড়াছড়ি জেলার কর্মজীবি, শিক্ষার্থী, গৃহিনী ও ব্যবসায়ীরা।

পানি সরবরাহ বন্ধ থাকায় রান্না-বান্নায় বিঘ্ন হচ্ছে। ফ্রিজে রক্ষিত খাদ্য সামগ্রী পঁচে যাচ্ছে। হাসপাতালগুলোতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে শহরে ব্যাটারি চালিত অটো রিক্সগুলো বন্ধ হয়ে যাওয়ায় জন দূর্ভোগ বেড়েছে।  বন্ধ হয়ে  অনেকের সেল ফোন।

এমনিতে খাগড়াছড়িতে দিনেরাতে চলে ১২/১৩ ঘন্টা লোড শেডিং থাকে। তার সাথে রয়েছে লো-ভোল্টেজ। ফলে শেয়ারিং করে বিদ্যুৎ সরবরাহ করা হতো খাগড়াছড়িতে। কিন্তু রোববার সন্ধ্যায় সামান্য ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পর থেকে খাগড়াছড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মে. আবু জাফরের সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

একটি সূত্র জানায়,বিদ্যুৎ বিতরণ বিভাগের এক উধ্বতন এক কর্মকর্তা গত রোববার থেকে ষ্টেশনে অনুপস্থিত রয়েছেন। তিনি মাসের অধিকাংশ সময়ই ষ্টেশনে থাকেন না।

তবে খাগড়াছড়ি জেলার বিদ্যুৎ গ্রাহকরা এই পরিস্থিতির অবসান চেয়েছেন।