English Version
আপডেট : ৩ মে, ২০১৬ ১৭:৪৩

৬ ইউপির ধানের প্রাথীর নাম

অনলাইন ডেস্ক
৬ ইউপির ধানের প্রাথীর নাম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ৬টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষের ৬ প্রার্থীর নাম ঘোষনাসহ দলীয় মনোনয়ন পত্র তুলে দেওয়া হয়েছে।

রোববার (১ মে) বিকাল ৫ টার দিকে দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রফিকুল হাসান তনু দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে দলীয় ৬ চেয়ারম্যান প্রার্থীর হাতে কেন্দ্র থেকে পাঠানো দলীয় মনোনয়ন পত্র তুলে দেওয়া হয়।

দামুড়হুদা উপজেলার ৬টি ইউনিয়নের বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থীরা হলেন, দামুড়হুদা সদর ইউনিয়ন উপজেলার সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারস্যান আব্দুর রব মালিথা, জুড়ানপুর ইউনিয়নের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ইদ্রিস আলী, বর্তমান চেয়ারম্যান হাউলী ইউনিয়নের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মহাম্মদ আলী শাহ মিন্টু, কার্পাসডাঙ্গা ইউনিয়নের সাধারন সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, কুড়ালগাছি ইউনিয়নের অন্যতম নেতা রফিকুল ইসলাম ও পারকৃষপুর মদনা ইউনিয়নের সাধারন সম্পাদক আশরাফুল হক বিপ্লব।