English Version
আপডেট : ৩ মে, ২০১৬ ১০:৫৩

চুয়াডাঙ্গায় ভুয়া ডিআইজির ছেলে আটক

আব্দুর রহমান(জসিম), প্রতিনিধি চুয়াডাঙ্গা:
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গায় ভুয়া ডিআইজির ছেলে আটক
ভুয়া ডিআইজি ছেলে পুলিশের গোয়েন্দা অফিসার চাঁদাবাজ ফয়সাল

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পুলিশের হাতে ভুয়া ডিআইজি ছেলে পুলিশের গোয়েন্দা অফিসার চাঁদাবাজ ফয়সাল হোসেন(২২) কে গ্রেফতার করেছে। সে ঢাকা জেলার কিরানীগন্জ উপজেলার বালিয়াবেক এলাকার আব্দুল আওয়ালের ছেলে। রোববার বেলা ১১ টার দিকে দর্শনা এস এল হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

দর্শনা তদন্ত কেন্দ্রের ইনর্চাজ এসআই সফিকুল ইসলাম জানান, দু্ই মাস আগে ফয়সাল হোসেন নিজেকে ডিআইজি’র ছেলে ও পুলিশের গোয়েন্দা বিভাগের সিনিয়ার অফিসার পরিচয় দিয়ে চুয়াডাঙ্গা হাছুমা কটেজ আবাসিক হোটেলে এসে ওঠে। সেখানে বিভিন্ন প্রতারণা করে হোটেলে ১৮ হাজার টাকা বাকি করে বুধবার দর্শনা এস এল হোটেল চলে আসে। এখানে পারকৃষ্টপুর-মদনা ইউনিয়ান নির্বাচনে জামায়ত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিকের কাছে পুলিশের গোয়েন্দা বিভাগের সিনিয়ার অফিসার পরিচয় দিয়ে তাকে ভোটে নির্বাচিত করে দেবে বলে ১ লাখ টাকা ও এক মেম্বর প্রার্থীর কাছে ৫০ হাজার টাকা দাবি করে। 

এই তথ্যের ভিত্তিতে রোববার বেলা ১১টার দিকে দর্শনা এস এল হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে এসব ঘটনার সত্যতা স্বীকার করেছে। পরে ঢাকা রেঞ্জের এক এড্যশনাল ডিআইজি স্বজন বলে পরিচয় দেয়। রোববার দর্শনা এস এল হোটেলে ম্যানাজার ওমর ফারুক সুমন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। সোমবার চুয়াডাঙ্গা আদালতে প্রেরন করলে তাকে জেলহাজতে  পাঠানো হয়।