English Version
আপডেট : ৩ মে, ২০১৬ ১০:৪৪

নাটোরে যুবলীগ নেতার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি:
ষ্টাফ রিপোর্টার
নাটোরে যুবলীগ নেতার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নাটোরে আবদুর রাজ্জাক (৩৬) নামে একজন যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (৩ মে) ভোরে সদর উপজেলার ইয়াসিনপুর রেললাইন থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

নিহত আবদুর রাজ্জাক সদর উপজেলার টেবাড়িয়া গ্রামের আবদুল মোমিনের ছেলে। টেবাড়িয়া বাজারে তার একটি মুদি দোকান ছিল।

জানা গেছে, আবদুর রাজ্জাক সোমবার রাতে বাঘাতিপাড়া উপজেলায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে তিনি বাসায় ফেরেনি। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ইয়াসিনপুর রেললাইন থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।

সদর সার্কেলের এএসপি মো. রফিকুল ইসলাম জানান, যুবলীগ নেতা আবদুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।