English Version
আপডেট : ২ মে, ২০১৬ ২০:১১

নড়াইলে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড

অনলাইন ডেস্ক
নড়াইলে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড

নড়াইলে ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ও তার ছিঁড়ে লোহাগড়া উপজেলার আমাদাসহ অর্ধশতাধিক গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

গতকাল সন্ধ্যা ৬টার দিকে ঝড় শুরু হওয়ার পর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গতকাল থেকে আজ এ পতিবেদন করা পষন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

নড়াইলের আমাদা গ্রামের ভূক্তভোগীরা জানান, ঝড়ে নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা গ্রামে তাল গাছ উপড়ে একটি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে। ছিঁড়ে গেছে তারও। এমনকি বিদ্যুতের মিটার পর্যন্ত গাছে ঝুলছে।

এছাড়াও বাজার এলাকায় তার ছিড়ে পড়ে আছে। সদরের চৌগাছা গ্রামের মাহফুজুল ইসলাম মুন্নু বলেন, আমার বাড়ির পাশে নারকেল গাছ পড়ে বিদ্যুতের তার ছিড়ে গেছে। এতে করে ফ্রিজের মাছ, গোশতসহ বিভিন্ন মালামাল নষ্ট হচ্ছে। এইচএসসি পরীক্ষার্থীসহ শিক্ষার্থীদের লেখাপড়া বিঘিত্ন হচ্ছে। তবুও বিদ্যুৎ লাইন সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তৎপরতা চোখে পড়েনি বলে জানিয়েছেন ভূক্তভোগীরা।

এছাড়া কালিয়া উপজেলায়ও বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ ব্যাপারে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নড়াইল আঞ্চলিক অফিসে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে, গতকালের আকস্মিক ঝড়ে আম, লিচু, জামরুলসহ বিভিন্ন মওসুমি ফলের ক্ষতি হয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন। এছাড়া ঝড়ে গাছপালা ভেঙ্গে পড়েছে।