English Version
আপডেট : ২ মে, ২০১৬ ১৯:৩১

কালবৈশাখী ঝড়ে কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক
কালবৈশাখী ঝড়ে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের চালা ভেঙে চাপা পড়ে দাউদ হোসেন (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১ মে) সন্ধ্যায় উপজেলার ছয়ঘরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দাউদ হোসেন ওই গ্রামের হায়াত আলীর ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, গতকাল বিকেলে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। ঝড়ের সময় ছয়ঘরিয়া গ্রামের দাউদ হোসেন নিজ বসতঘরের চালা ভেঙে পরলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার কিছুসময় পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এহসানুল হক  এ তথ্য জানিয়েছেন।