English Version
আপডেট : ১ মে, ২০১৬ ১৫:১৬

পাহাড়ের সংবাদকর্মীদের মৌন মিছিল ও মানববন্ধন

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:
পাহাড়ের সংবাদকর্মীদের মৌন মিছিল ও মানববন্ধন

খাগড়াছড়িতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের পেশাদারী নিরাপত্তা ও ন্যার্য বেতন ভাতার দাবীতে মৌন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

আজ রোববার (১ মে) সকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে) কার্যালয় থেকে মহান মে দিবস উপলক্ষে মৌন মিছিল বের করা হয়। মৌন মিছিলটি শহরের শাপলা চত্বর মোড় ঘুরে সেখানে মানববন্ধন কর্মসূচী পালন করে। 

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাংবাদিক নেতা নুরুল আজম, সাধারণ সম্পাদক কানন আচার্য্য। 

বক্তারা, পাহাড়ে কর্মরত সকল পেশাদার সাংবাদিকের চাকুরী নিশ্চিতকরণ, শ্রম বোর্ড নির্ধারিত বেতন ভাতাসহ অন্যান্য সকল সুযোগ সুবিধা প্রদান করতে মিডিয়া কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। পরে মেহনতী, শ্রমজীবি সকল মানুষকে মে দিবসের শুভেচ্ছা জানিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।