English Version
আপডেট : ১ মে, ২০১৬ ১৪:৪৭

নৌকায় মার্কায় ভোট চাওয়ায় গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
নৌকায় মার্কায় ভোট চাওয়ায় গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

নড়াইলে নড়াগাতিতে  নৌকার পক্ষে ভোট চাওয়ার অপরাধে এক গৃহবধূকে রশি দিয়ে খুটির সাথে বেধে নির্যাতন চালিয়েছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় নড়াগাতি থানার জয়নগর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। 

নির্যাতিত পারু বেগমকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ওই ঘটনায়  থানায় অভিযোগ করা হয়েছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে জানা যায়, পুলিশ ও নির্যাতিতের পারিবারিক সুত্রে জানা যায়, ওই গ্রামের ছানছার মুন্সি ও তার পরিবার আওয়ামী লীগের সমর্থক। সংগত কারণেই তিনি ও তার পরিবারের লোকজন জয়নগর ইউনিয়নের আ’লীগের প্রার্থী চৌধূরী আলাউদ্দিনের পক্ষে নৌকার ভোট চেয়ে বেড়াচ্ছেন। ওই ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা তাদেরকে নৌকার ভোট চাইতে নিষেধ করাসহ হুমকি ধামকি দিয়েও তাদেরকে নিবৃত করতে না পেরে অবশেষে ওই দিন সকাল সাড়ে ১১টার দিকে বিদ্রোহী প্রার্থীর কাজী আইউব হোসেনের সমর্থক ওই গ্রামের ওদুদ মুন্সির পুত্র মানি মুন্সির নেতৃত্বে ১০-১৫ জন সমর্থক তার বাড়িতে চড়াও হলে ছানছারের অনুপস্থিতি কথা কাটাকাটির এক পর্যায়ে তারা পারু বেগমকে (৫০) রশিদিয়ে দুই হাত শুপারি গাছে বেঁধে নির্যাতন চালায়।

আ’লীগের বিদ্রোহী প্রার্থী কাজী আইউব হোসেন ওইসব অভিযোগ অস্মীকার করে বলেছেন,ওই ঘটনার সাথে তার কোন কর্মী সমর্থক জড়িত নয়। নড়াগাতি থানার ওসি লস্কার জায়াদুল হক ওই ঘটনার লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেছেন, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।