English Version
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৬ ০১:২১

বাফুফে নির্বাচন আজ

অনলাইন ডেস্ক
বাফুফে নির্বাচন আজ
বাংলাদেশ ফুটবল ফেডারেশন লোগো

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আজ। শনিবার সকাল থেকে অনুষ্ঠিতব্য নির্বাচনে বর্তমান সভাপতি কাজী মো. সালাহউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত পরিষদ এবং নরসিংদী-২ আসনের সাংসদ কামরুল আশরাফ খানের নেতৃত্বাধীন বাঁচাও ফুটবল পরিষদের মধ্যে এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করছেন দেশের ফুটবল সংশ্লিষ্টরা।

  দুই পরিষদের বাইরে এককভাবেও বেশ কয়েকজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন পর্যবেক্ষণ করতে ইতিমধ্যে ঢাকায় পৌছেছেন এএফসির প্রতিনিধি।   কাজী সালাহউদ্দিন ফুটবলে সবেচেয়ে পরিচিত মুখ। টানা দুই মেয়াদ তিনি বাফুফে সভাপতি অন্যদিকে কামরুল আশরাফ খান ফুটবল অঙ্গনে নতুন মুখ। নির্বাচনী মাঠেও তিনি নেমেছেন শেষ মুহূর্তে। তবে দেশের দুই বড় ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদেরসহ বেশ কয়েকজন সাবেক মাঠে নেমেছেন কামরুল আশরাফের পক্ষে।   আজ শনিবার (৩০এপ্রিল) র‌্যাডিসন হোটেলের ব্লু গার্ডেনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোটার (ডেলিগেট) সংখ্যা ১৩৪। ভোট গ্রহণের আগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সভা (এজিএম)।   ২১ সদস্যের নির্বাহী কমিটিতে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে সভাপতি পদ। কেননা ফিফা আইনে সভাপতিই হচ্ছেন ফুটবল ফেডারেশনের সর্বসময় ক্ষমতার অধিকারী।   বাফুফের নির্বাচনে সভাপতি পদে চার প্রার্থী থাকলেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে দুজনের মধ্যে। তারা হচ্ছেন বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দিন এবং নরসিংদী-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এবং বাঁচাও ফুটবল পরিষদের কামরুল আশরাফ খান পোটন।   এর আগে সভাপতি পদে নির্বাচন থেকে সরে দাঁড়ান দুই স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী হেলাল এবং নুরুল ইসলাম নুরু। হেলাল সমর্থন করেছেন সালাউদ্দিনকে এবং নুরু সমর্থন করেন পোটনকে।   সভাপতি : কাজী মো. সালাউদ্দিন, কামরুল আশরাফ খান পোটন।   সহ-সভাপতি : কাজী নাবিল আহমেদ, বাদল রায়, সামশুল হক চৌধুরী, মহিউদ্দিন আহমেদ মহি, খুরশিদ আলম বাবুল, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, নজিব আহমেদ, একেএম মমিনুল হক সাঈদ, তাবিথ আউয়াল এবং শেখ মুহাম্মদ মারুফ হাসান।   সদস্য: হারুনুর রশীদ, আমিরুল ইসলাম বাবু, সত্যজিৎ দাশ রূপু, ফজলুর রহমান বাবুল, ইলিয়াছ হোসেন, মাহফুজা আক্তার কিরণ, শওকত আলী খান জাহাঙ্গীর, মাহিউদ্দিন আহমেদ সেলিম, আব্দুর রহিম, জাকির হোসেন চৌধুরী, অমিত খান শুভ্র, সালেহ্ জামান সেলিম, আরিফ হোসেন মুন, আলমগীর খান আলো, তৌফিকুল ইসলাম তোফা, নওশের উজ্জামান, শেখ মো. আসলাম, আব্দুল গাফ্ফার, আবু হাসান চৌধুরী প্রিন্স, আজফার উজ জামান খান সোহরাব, হাজী মো. টিপু সুলতান, কামরুন নাহার ডানা, সৈয়দ রুম্মন বিন ওয়ালিদ সাব্বির, কায়সার হামিদ, ইমতিয়াজ সুলতান জনি, বিজন বড়ুয়া, আমের খান, মো. ইকবাল হোসেন, মো. হাসানুজ্জামান খান বাবলু, মো. সাইফুর রহমান মনি, হাজী মো. টিপু সুলতান, মোঃ ইকবাল হোসেন, আসাদুজ্জামান মিঠু।