English Version
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৬ ০১:১৩

সীতাকুণ্ডে যুবদল নেতা নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডে যুবদল নেতা নিহত

সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাবেক চেয়ারম্যান প্রার্থী ও যুবদল নেতা সালাহ উদ্দিন সোহেল (৩৫) নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় সীতাকুণ্ড স্বাস্থ্য হাসপাতালের সামনে যানবাহন যানজটে আটকা পড়া অবস্থায় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে অপর একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। দ্বিতীয় কাভার্ড ভ্যানটি সামনে থাকা একটি প্রাইভেট কারকে সজোরে ধাক্কা দিলে গাড়িটি সামনে থাকা আরেকটি ট্রাকের ভিতরে ঢুকে যায়। এতে গাড়িতে থাকা উপজেলা যুবদলের সহ-সভাপতি ক্যাপ্টেন সালাহ উদ্দিন সোহেল (৩৫) মারাত্মকভাবে আহত হন।   ফায়ার সার্ভিস এসে সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। গাড়িটির ভেতরে থাকা অন্য ৩ জন ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।