English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৬ ২০:৩৮

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন

সৈয়দপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন করেছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা।

কামারপুকুর বাজারে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপি সৈয়দপুর-রংপুর মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিভা স্পোর্টিং ক্লাবের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে শত শত শিক্ষার্থী অংশ নেয়। বর্তমানে প্রতিটি স্কুলে চলছে ১ম সাময়িক পরীক্ষা। বিদ্যুৎ বিপর্যয়ে পড়ালেখার চরম ব্যাঘাত ঘটছে। এতে অন্যদের মধ্যে বক্তব্য বলেন, শিক্ষার্থী রাকিব, শফিকুর, আজাদ, আল আমিন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন ২৪ ঘন্টার মধ্যে মাত্র ২/৩ ঘন্টা বিদ্যুৎ মিলছে। এতে করে চরম ব্যাঘাত ঘটছে পড়ালেখার। তারা অবিলম্বে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। এর অন্যথা হলে রাজপথ অবরোধের মত কর্মসূচি পালন করা হবে বলে এ মানববন্ধনে হুশিয়ারী উচ্চারণ করা হয়।

শেষে একটি বিক্ষোভ মিছিল বাজার প্রদক্ষিণ শেষে ইউপি চত্বরে গিয়ে শেষ হয়।