English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৬ ১৯:৫৩

চিত্রানদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
চিত্রানদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নড়াইলে চিত্রানদীর মহিষখোলা এলাকা থেকে পিন্টু কর্মকার (৭০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় এ লাশ উদ্ধার করা হয়।

নিহতের বাড়ি সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে।

নিহতের স্ত্রী দীপ্তি রানী জানান, গত বুধবার দুপুরে তিনি নদীতে স্নান করতে গিয়ে আর বাড়ি ফিরে আসেননি। বিষয়টি অগ্নি নির্বাপক বাহিনীকে জানানো হলে নদীতে তল্লাশি করে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মহিষখোলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

সে গত বুধবার নদীতে স্নান করতে গিয়ে নিখোজ হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবাস বিশ্বাস বলেন, থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।