English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৬ ১৯:৪৩

সীমান্তে হত্যা ও চোরা চালান রোধ নিষ্ঠার সাথে কাজ করতে হবে

জসিম
সীমান্তে হত্যা ও চোরা চালান রোধ নিষ্ঠার সাথে কাজ করতে হবে

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর নজরুল ইসলাম বলেছেন, সীমান্তে হত্যা ও চোরা চালান রোধ করার জন্য বিজিবি সদস্যদের ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে । জনগনের সাথে সুসম্পর্ক রেখে অতন্দ্র প্রহরীর মত সীমান্ত রক্ষা করতে হবে। কোন মাদক ব্যবসায়ীরা সীমান্ত দিয়ে অহরহ আসা যাওয়া না করতে পারে সেই দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, বন্ধুসুলভ আচরন যেন নষ্ট না হয়।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী চাকুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম  বলেন, কোন বিজিবি সদস্য চোরাকারবারীদের সাথে আতাঁত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি শাস্তিও হতে পারে। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে হবে।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শরফরাজ আলীর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন ঠাকুরপুর বিওপি কমান্ডার শফিউল আলম, ডা: হজরত আলী, আমির হোসেন, ইকাব আলী, হাবি: কাজী শাহিন, শিক্ষক নরুল ইসলাম প্রমুখ।