English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৬ ১৮:১৬
পৌরসভা নির্বাচন

নোয়াখালী ও সেনবাগ পৌরসভার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী ও সেনবাগ পৌরসভার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সকাল থেকে সরগরম রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সুব্রত কুমার দের কার্যালয়। অফিস খোলার সাথে সাথে দাপ্তরিত কার্যক্রম শুরু করার আগেই মনোনয়নপত্র জমা দিতে রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়েছেন একাধিক প্রার্থী। তবে বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে ৪জন, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫২ জন, এবং ৩টি সংরক্ষিত নারী আসনে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন ।

এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহিদ উল্লাহ খান সোহেল, বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র হারুনুর রশিদ আজাদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন ও বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা শহিদুল ইসলাম নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অপর দিকে সেনবাগ পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছে জেলা জ্যৈষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মো.মনির হোসেনের কাছে। বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে ৬জন, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৩ জন, এবং ৩টি সংরক্ষিত নারী আসনে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন ।

মনোনয়নপত্র বাছাই ২ মে, প্রার্থীতা প্রত্যাহার ৯ মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ মে ২০১৬।

জেলা জ্যৈষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মো.মনির হোসেন ও রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সুব্রত কুমার দে মুঠোফোনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত করেন।