English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৬ ১২:১০

চাটখিলে আ.লীগ প্রার্থীর বাড়িতে আগুন

নোয়াখালী প্রতিনিধি:
চাটখিলে আ.লীগ প্রার্থীর বাড়িতে আগুন

নোয়াখালীর চাটখিল উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের ৫ নম্বর শ্রীনগর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত মেম্বার পদপ্রার্থী  মাহফুজুর রহমানের (৪৫) বসত ঘরে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

 

  অগ্নি সংযোগে মাহফুজুরের ঘরের বেড়া ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।   জানা গেছে, রাত সাড়ে ১১ টার দিকে একদল দূর্বৃত্ত মাহফুজের ঘরে অগ্নি সংযোগ করলে ঘরের ভেতরে থাকা মাহফুজের বৃদ্ধ মাতা আনোয়ারা বেগম চিৎকার করেন। এতে করে বাড়ি এবং এর আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।   মেম্বার প্রার্থী মাহফুজ জানান, নির্বাচন তার বিজয় নিশ্চিত জেনে তার প্রতিপক্ষ তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটায়।   চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন জানান, তিনি অগ্নিকাণ্ডের খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাটিয়েছেন। ওই এলাকায় নাশকতা বন্ধে পুলিশ টহলসহ নজরদারী রাখছে।