English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৬ ২০:২০

রাউজানে ট্রাকচাপায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তাসহ নিহত ৪

চট্টগ্রাম প্রতিনিধি:
অনলাইন ডেস্ক
রাউজানে ট্রাকচাপায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তাসহ নিহত ৪
ফাইল ফটো

রাউজানে ইট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দিলে চালকসহ চার জন নিহত হয়েছে। নিহতদের তিনজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা যান। এতে গুরুতর আহত হয়েছেন পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা।

 

আজ বুধবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বধূপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশা আরোহী রতন বণিক (৫০), জসিম উদ্দিন (৩৫), পিয়ারু (২৬) এবং চালক মো. ইলিয়াছ (২৬)। গুরুতর আহত রাউজান পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ইলিয়াজ হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ট্রাকটি ইট বোঝাই করে কাপ্তাই থেকে রাউজানের দিকে অপরদিকে অটোরিকশাটি রাঙ্গুনিয়ার দিকে যাচ্ছিল।’  ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেলে বলে জানান ওসি।