English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৬ ১৯:৪৮
নির্বাচন পরবর্তী সহিংসতায়

নোয়াখালী হাতিয়ার বিদ্রোহী প্রার্থীর সমর্থকের মৃত্যু

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী হাতিয়ার বিদ্রোহী প্রার্থীর সমর্থকের মৃত্যু

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুলির ঘটনায় আহত আবু তাহের (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আবু তাহের উপজেলার চরকিং ইউনিয়নের মৃধা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, চরকিং ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পূর্ব বিরোধের জের ধরে ১৭ এপ্রিল দুপুরে বিজয়ী প্রার্থী মহিউদ্দিনের ৫০-৬০ জন সমর্থক স্থানীয় মৃধা গ্রামে বিদ্রোহী প্রার্থী মহিনের সমর্থক ওমর ফারুকের বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ চালান। এসময় তারা দু’টি বসতঘর ভাঙচুর করেন এবং রান্না ঘরে অগ্নিসংযোগ করেন। এছাড়াও ওই বাড়ির ১০ জনকে কুপিয়ে ও এলোপাতাড়ি গুলি করে আহত করেন।

গুলিবিদ্ধ আবু তাহের (৬০), রাসেল উদ্দিন (৩০), ওমর ফারুক (৩৫) ও শামীম উদ্দিনকে (১৬) প্রথমে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন জানান, নির্বাচনী পূর্ব বিরোধের জের ধরে নৌকার সমর্থকেরা বিদ্রোহী প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা-ভাঙচুর চালায়। এতে আবু তাহেরসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আবু তাহেরের মারা যান।

তিনি জানান, ঢাকা থেকে তার মৃতদেহ নোয়াখালী আনার পরবর্তীতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হবে।