English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৬ ১৯:৩৭

নীলফামারীতে “শিশুর প্রতি সহিংসতা” প্রতিরোধে সেমিনার

সুমন মূখাজী, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে “শিশুর প্রতি সহিংসতা” প্রতিরোধে সেমিনার

নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘শিশুর প্রতি সহিংসতা’ প্রতিরোধ কল্পে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগীতায় এবং বেসরকারী সংস্থা ঠাকুরগাওর ফ্রীডের আয়োজনে আজ বুধবার (২৭এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

নীলফামারীর জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে ঢাকা থেকে মুঠোফোনে সেমিনারের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এনডিসি নাছিমা বেগম। সেমিনারে উপস্থিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের  যুগ্মসচিব ড. মোঃ আমিনুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসাইন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব, চেম্বারের সভাপতি এস.এম শফিকুল আলম ডাবলু, সদর মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  নুরুন্নাহার শাহাজাদী, নীলফামারী প্রেস কাবের সভাপতি তাহমিন হক ববী, বাংলাদেশ মহিলা পরিষদের চেয়ারম্যান রাবেয়া আলিম, ফ্রীডের চেয়ারম্যান তাহমিদ আখতার মোল্লা, নির্বাহী পরিচালক মাসতুরা বেগম, কো-অডিনেটর এস, এ সেলিম প্রমুখ। সেমিনারে উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, পৌর মেয়র, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রায় ১৫০ জন  উপস্থিত ছিলেন।