English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৬ ১৯:২৮

সৈয়দপুরে ইঞ্জিনিয়ারিং মেশিনারি পণ্য মেলা

সুমন মূখাজী নীলফামারী প্রতিনিধিঃ
সৈয়দপুরে ইঞ্জিনিয়ারিং মেশিনারি পণ্য মেলা

 

আজ বুধবার থেকে শুরু হচ্ছে নীলফামারীর সৈয়দপুরে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের মেশিনারিও পণ্য প্রদর্শনী মেলা। দুই দিনব্যাপি এ মেলার আয়োজন করা হয়েছে শহরের নয়াবাজারস্থ এ.আর কমিউনিটি সেন্টার মিলনায়তনে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন লাইন ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করেছে সংগঠনটির সৈয়দপুর জেলা শাখা। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মো. শওকত চৌধুরী।

বাইশিমাস সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক মো. নঈম আনছারী জানান, মেলায় ২৫টি স্টল থাকবে। এসব স্টলে ইঞ্জিনিয়ারিং শিল্পের বিভিন্ন পণ্যের সমারোহ ঘটানো হয়েছে।