English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৬ ১৩:২৩

কুষ্টিয়া ভেড়ামারায় সাবেক প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা

মাহাতাব উদ্দিন লালন, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া ভেড়ামারায় সাবেক প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা
নিহত মজিবর মাষ্টার কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ স্কুলের সাবেক প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই শিক্ষকের নাম মজিবর মাষ্টার। এ ঘটনায় গুরুহত আহত মজিবরের ভাইকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করানো হয়েছে।

 

স্থানীয়রা জানান, নিহত মজিবর মাষ্টারের নাতীকে প্রতিবেশি নজু’র ছেলে নয়ন ও কাবুল হোসেন’র ছেলে সুমনের উত্যাক্ত করা নিয়ে উভয় পক্ষ বিবাদে জড়ায়। পরে এ বিষয়টি মিমাংসা হয়। আজ সোমবার রাত ৯টার দিকে নিহত স্কুল শিক্ষক মজিবর রহমান মাষ্টার ও তার ছোট ভাই মিজানুর রহমান পাশের মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে প্রতিপক্ষরা তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মজিবর মাষ্টার নিহত হয়। গুরুতর আহত মিজানুর রহমানকে নেয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

কুষ্টিয়ার ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, নিহত মজিবর রহমানের নাতনীর সাথে স্থানীয় এক কিশোরের প্রেমের সম্পর্ক ছিল। এনিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ওই ঘটনার জের ধরেই এহত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত মজিবর মাষ্টার মোকারিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শ্যমল’র মামা।