English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৬ ১৩:১৪

সৈয়দপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশু মৃত্যু

সুমন মূখাজী, নীলফামারী প্রতিনিধিঃ
সৈয়দপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশু মৃত্যু
নিহত জারিব

সৈয়দপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে জারিব নামে আড়াই বছরের শিশুর মর্মান্তি মৃত্যু হয়েছে।

সোমবার সৈয়দপুর বিমানবন্দর সড়ক সংলগ্ন এমইএস গেটের সামনে এদু্র্ঘটনা ঘটে। জানা গেছে, জারিব তাঁর মায়ের সাথে চাচার দোকানে যাচ্ছিলো। এ সময় রাস্তায় হঠাৎ একটি ইজিবাই এসে সজোরে জারিবকে ধাক্কা দিয়ে তার বুকের উপর দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।