English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৬ ১১:০০

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারে ৪ জনের মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারে ৪ জনের মর্মান্তিক মৃত্যু
ধর্মপাশা উপজেলার ম্যাপ সিলেট।

সুনামগঞ্জের উত্তর ধর্মপাশা উপজেলায় মধ্যনগরে বিদ্যুৎতের তার ছিড়ে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- বাড়ির মালিক রঞ্জিত সরকার (৪৫), স্ত্রী রীতা সরকার (৩৫), মেয়ে সোনালী সরকার (১০) ও রঞ্জিত সরকারের বাবা জগদীস সরকার (৭০)।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলায় মধ্যনগর থানা চামারদানী ইউনিয়ননে রামদিঘা গ্রামে এ ঘটনা ঘটে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, সকালে বাড়ির উঠানে বসে বাড়ির মালিক রঞ্জিত সরকারসহ এক পরিবারের চারজন মুড়ি খাচ্ছিলেন। এসময় হঠাৎ উঠানের উপরে থাকা বিদ্যুতের তার ছিড়ে তাদের গায়ের ওপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে পুলিশ রওনা হয়েছে বলে জানান তিনি।