English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৬ ১০:৪৭

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্ধুকযুদ্ধে’ অজ্ঞাতনাম ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্ধুকযুদ্ধে’ অজ্ঞাতনাম ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ একজন অজ্ঞাতনাম ডাকাত (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় সদর মডেল থানার ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

আহতরা হলেন- কনস্টেবল রুবেল হোসেন (২৩), জুনায়েদ আলম (২৫), মো. আলী হোসেন (৩৮) ও সোহেল রানা (২৬)। তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সোমবার রাত ৩টার দিকে সদর উপজেলার সুহিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, রাত দুইটার দিকে ডাকাতির প্রস্তুতিকালে খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টহল দল ওই এলাকায় যায়। এসময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে এক ডাকাত সদস্য নিহত হন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়ছে।