English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১২:৪২

নড়াইলে সংখ্যালঘুদের ওপর হামলা, আহত ১০

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি
অনলাইন ডেস্ক
নড়াইলে সংখ্যালঘুদের ওপর হামলা, আহত ১০

নড়াইলের সদর উপজেলাধীন ৩ নং চন্ডিবরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ রহিম নির্বাচন পরবর্তী সহিংসতায় পিটিয়ে অন্তত ১০ জনকে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও প্রাণের ভয়ে অনেকে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

সূত্র জানায় বিগত ইউপি নির্বাচন ২০১৬ এ আঃ রহিম ফুটবল প্রতীক নিয়ে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দিতা করেন। কিন্তু তিনি নির্বাচনে পরাজিত হয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করেন।

গতকাল তিনি তার সমর্থকদের নিয়ে চন্ডিবরপুর গ্রামের কৃষ্ণ কুমার দাস (৪৫), আনন্দ কুমার মালো (৪০), দীপংকর কুমার বিশ্বাস (২৮), শ্রীবাস বিশ্বাস (২৯), পবিত্র দাস (৩০), রমেশ কুমার বিশ্বাস (৩৫) কে পিটিয়ে জখম করেন। এদের মধ্যে রমেশ কুমার বিশ্বাস বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, আঃ রহিম একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। তার বিরুদ্ধে একাধিক নৈতিকতা এবং মানবতাবিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের দাপটে সে এলাকায় যা খুশি তাই করে বেড়ায়। কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগীদের পরিবারের কোন অভিযোগ করেনি বলে নড়াইল সদর থানার ওসি সুবাস বিশ্বাস এ প্রতিদেককে নিশ্চিত করেছেন।