English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১২:১৭

শরীয়তপুরের বার ইউনিয়নে বিজয়ী প্রাথী

অনলাইন ডেস্ক
শরীয়তপুরের বার ইউনিয়নে বিজয়ী প্রাথী

শরীয়তপুর সদর ও গোসাইরহাট উপজেলার বারটি ইউনিয়নে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে।  এর মধ্যে ৪ ইউনিয়নে আওয়ামী লীগ ও ৮টিতে স্বতন্ত্র জয় লাভ করেছে।

শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮ টা থেকে বিকেলে ৪ টা পর্যন্তু ভোট গ্রহন চলে। নারী-পুরুষ ভোটাররা লাইনে দাড়িয়ে  তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ নির্বাচনে যারা বিজয়ী হলেন তারা হলেন তুলাসার  ইউপিতে জাহিদুল ইসলাম (স্বতন্ত্র), পালং ইউপিতে আবুল হোসেন দেওয়ান (আ.লীগ), আংগারিয়া ইউপিতে আনোয়ার হোসেন হাওলাদার (স্বতন্ত্র), রুদ্রকর  ইউপিতে হাবিবুর রহমান ঢালী (স্বতন্ত্র), ডোমসার ইউপিতে চাঁন মিয়া মাদবর (স্বতন্ত্র),  শৌলপাড়া ইউপিতে মো. ইয়াছিন হাওলাদার (স্বতন্ত্র), চিকন্দী ইউপিতে এনামুল হক মুন্সী (স্বতন্ত্র), চন্দ্রপুর ইউপিতে ওমর ফারুক মোল্লা (আ.লীগ), সামান্তষার (গোসাইরহাট) ইউপিতে আবুল কালাম বেপারী (আ.লীগ), গোসাইরহাট ইউপিতে মো. মুজাফফর হোসেন সরদার, নলমুড়ি ইউপিতে এস এম মাহফুজুর রহমান (আ.লীগ), কোদালপুর ইউপিতে এস এম মিজানুর রহমান (স্বতন্ত্র)।