English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১০:৫৩

জামালপুরে হাতির আক্রমণে যুবক নিহত

জামালপুর প্রতিনিধি:
জামালপুরে হাতির আক্রমণে যুবক নিহত
বন্যহাতির পাল ফাইল ফটো

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্যহাতির আক্রমণে সাজু (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। সে কামালপুর ইউনিয়নের বালুরচর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

 

রোববার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গত দু’দিন ধরে ভারতের বন্যহাতি কামালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি সাধন করেছে।

রোববার দিবাগত রাতে আবারো বন্যহাতি ফসলে আক্রমণ চালায়। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে সাজু গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ৩টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।