English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৬ ১৯:৪৫

বাসের ধাক্কায় প্রান হারালো যুবক

নিজস্ব প্রতিবেদক
বাসের ধাক্কায় প্রান হারালো যুবক

নড়াইলে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাস কাউন্টারের সময় নিয়ন্ত্রক হিট্টু খান (৩৮) নিহত হয়েছে।  রোববার (২৪ এপ্রিল) দুপুরে নড়াইল-কালনা সড়কের মালিবাগ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত হিট্টু লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের আমজাদ হোসেন খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল-কালনা সড়কের মালিবাগ বাস কাউন্টারের সময় নিয়ন্ত্রক হিট্টু খান একটি বাস থেকে পিছনের দরজা দিয়ে নামার পর পিছন থেকে দ্রুত গতি সম্পন্ন খুলনাগামী একটি বাসে ঢাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

নিহতের ভাই রিন্টু খান জানান, খুলনা নেয়ার পথে নওয়াপাড়া পৌছানোর পর নিস্তেজ হয়ে যায়। পরে স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।