English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৬ ১৯:২৯

নড়াইলে নৌকা প্রতীকে অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক
নড়াইলে নৌকা প্রতীকে অগ্নিসংযোগ

নড়াইলের বাসগ্রাম ইউপি নির্বাচনে দারিয়াপুর বাজার এলাকায় আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলামের ব্যানার এবং বাশেঁর তৈরি নৌকা প্রতিক পুড়িয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৩ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে আজ সকাল সাড়ে ৬টায় দারিয়াপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ ঘটনার বিচার দাবিতে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ।

চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করে বলেন, বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম সমর্থকেরা নৌকা প্রতীকের ব্যানার পুড়িয়ে দিয়েছে।

তবে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রফিকুল ফকির বলেন, এ অভিযোগ ভিত্তিহীন। বার বার নাটক করছে।  এবং সব সাজানো ঘটনা। সিরাজুল ইসলামের সমর্থকেরা পুড়িয়ে আমার ওপর দোষ চাপাচ্ছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ব্যাপারে আমার কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।