English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৬ ১৮:৪৬

খাগড়াছড়ির ১৭ ইউপিতে নৌকা জয়ী

অনলাইন ডেস্ক
খাগড়াছড়ির ১৭ ইউপিতে নৌকা জয়ী

খাগড়াছড়ির ৮ উপজেলার ৩২ টি ইউনিয়নে ভোট কেন্দ্রে নানা বিছিন্ন ঘটনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ।

শনিবার সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয়ে একটানা চলে ৪ টা পর্যন্ত চলে। বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি ছিল লক্ষ্য করার মত।

অনুষ্টিত খাগড়াছড়ি ৩২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৭টিতে (নৌকা প্রতিকে) আওয়ামীলীগ, বাকী ১৪টিতে স্বতন্ত্র এবং একটিতে আ.লীগ বিদ্রোহী প্রার্থী জয় লাভ করেন।

খাগড়াছড়ি সদর উপজেলার ৫টি মধ্যে নৌকা জয় পেয়েছে ২টিতে বাকী ৩টিতে স্বতন্ত্র। পানছড়িতে ৫টির মধ্যে ২টি আ.লীগ ৩টি স্বতন্ত্র। রামগড় ২টি মধ্যে ২টিতে আ.লীগ জয়ী।

মাটিরাঙ্গা ৭টির মধ্যে ৫ আ.লীগ, ১টি স্বতন্ত্র ও ১টি আ.লীগ বিদ্রোহী। মাকিছড়িতে ৩টিতে আ.লীগ জয়ী, লক্ষিছড়িতে ৩টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী, মহালছড়িতে ৪টির মধ্যে ১টিতে আ.লীগ ৩টি স্বতন্ত্র,দীঘিনালা ৩টির মধ্যে ২টি আ.লীগ ১টি স্বতন্ত্র।

খাগড়াছড়ি জেলা বিএনপির মহালছড়ি, মাইচছড়ি, তবলছড়ি, তাইন্দং, রামগড়, ১নং ছোট্ট মেরুংসহ  কেন্দ্র দখল, এজেন্টদের মারধর, ব্যালট পেপারে জোর পূর্বক সীলমারাসহ সরকার দলীয় সন্ত্রাসীদের ভোট চুরির মহোৎসবে ভোটের অভিযোগ করে খাগড়াছড়ি জেলা বিএনপি।

বিএনপির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়। ফলাফল ঘোষনা করে ফেরার পথে খাগড়াছড়ি দুই সহকারি প্রিজাইডিং অফিসারসহ আহত হয়েছে তিন জন।

খাগড়াছড়ি জেলা সদরে পেরাছড়া ইউনিয়ন দেবেন্দ্র কার্বালী পাড়া এলাকায় ফলাফল ঘোষনা করে ফেরার পথে সন্ধ্যা ৪ মাইল এলাকায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর হামলার ঘটনা ঘটেছে।

এতে দুই সহকারী প্রিজাইডিং অফিসার সহ মোট তিনজন আহত হয়েছে। কেন্দ্রের সহকারি প্রিজাইডিং অফিসার কৃত্তিকা ত্রিপুরা জানান, ফলাফল ঘোষণা পরে ফেরার পথে এক দল অজ্ঞাত দৃর্বৃত্তরা আমাদের ধাওয়া করে। এ সময় মোটসাইকেলে থাকা দুজন সহকারি প্রিজাইডিং অফিসার এক জন পোলিং এজেন্টসহ তিন জন আহত হন।

আহতরা হলেন সহকারি প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম ও আবদুস সাত্তার এবং পোলিং এজেন্ট নাছির উদ্দিন আহতদের খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ খবর পেয়ে আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসে।