English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৬ ১৮:৩৩

মাটিরাঙ্গায় ট্রাক চাপায় নিহত ২

অনলাইন ডেস্ক
মাটিরাঙ্গায় ট্রাক চাপায় নিহত ২

চট্রগ্রাম সড়কের  মাটিরাঙ্গা উপজেলাধীন বাইল্যাছড়ি পৌর চেক পোষ্ট এলাকায় রট বোঝাই ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- মৃত বৃদ্ধাপূর্ণ ত্রিপুরার ছেলে সুখেন্দ্র ত্রিপুরা (৪৪) ও অলেন্দ্র ত্রিপুরা ছেলে জয়ন্ত ত্রিপুরা (২২)। নিহত দুইজনই জেলার গুইমারা উপজেলার কুন্টিচন্দ্র পাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে গুইমারার দিকে যাওয়ার পথে মাটিরাঙা বাল্যাছড়ি এলাকায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহাদাত হোসেন টিটু জানান, মোটরসাইকেল চালক জয়ন্ত ত্রিপুরা যাত্রী নিয়ে মাটিরাঙা থেকে গুইমারা উপজেলায় যাচ্ছিল। মাটিরাঙ্গা বাইল্যাছড়ির পৌরসভা গেইট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুইজনই ঘটনাস্থলে নিহত হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশ ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়েছে।