English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৬ ১৮:০৮

যানজট কবলে সৈয়দপুরবাসী

অনলাইন ডেস্ক
যানজট কবলে সৈয়দপুরবাসী
নীলফামারী জেলার ছোট শহর সৈয়দপুর। এই ছোট শহরে প্রায় ৩ লাথ মানুষের বসবাস। ছোট হলেও এটি দেশের অষ্টম সিটি। দিন দিন এই শহরে লোক সংখ্যা বাড়ছে। বাড়ছে যানবাহন। আর এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে অটো রিক্সা।  ফলে যত্রতত্র অটো রিক্সার যাতায়াত সৃষ্টি করেছে মহা যানজট। যানজটের কবলে পড়ে ঘন্টার পর ঘন্টা দুর্ভোগের শিকার হচ্ছেন জনগণ।
 
এ শহরে প্রায় ৭ হাজার ৫শ পায়ে চালিত রিক্সা চলাচল করে। অপরপাশে রয়েছে পায়ে চালিত ভ্যান। আছে পিকআপ, মাইক্রো, ট্রাক, ট্যাংকলড়ি, ভটভটি ও ট্রাক্টর। এর সাথে নতুন যোগ হয়েছে ব্যাটারী বা মোটর চালিত রিক্সা-ভ্যান ও বাই সাইকেল।
 
এ সকল যানবাহন যখন শহরে প্রবেশ করে তখন সৃষ্টি হয় যানজট। বিশেষ করে শহরের পাঁচমাথা মোড় দিনাজপুর সড়কের মদিনা মোড়, পোষ্ট অফিস মোড়, বাস টার্মিনাল মোড়সহ আরও অনেক স্থানে লেগে থাকে তীব্র যানজট।
 
যানজট নিরসনে ট্রাফিক বিভাগ নামে একটি বাহিনী কাজ করার কথা থাকলেও তারা ব্যর্থ। ফলে নিত্য দিন শহরে লেগে থাকে জটলা। ইতিপূর্বে যানজট নিরসনে আইন শৃঙ্খলা সভায় নানা উদ্যোগ গ্রহণ করা হলেও তা সুফল বয়ে আনেনি।
 
পৌরসভার লাইসেন্স শাখা থেকে জানা যায়, সামান্য রিক্সা-ভ্যান ও অটোর লাইসেন্স রয়েছে। কিন্তু আশপাশের গ্রাম ও শহর থেকে প্রতিদিন কয়েক হাজার রিক্সা-ভ্যান ও অটো প্রবেশ করছে শহরে। ফলে সৃষ্টি হচ্ছে যানজট।
 
যানজট সম্পর্কে কথা হয় সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সিনিয়র সহ-সভাপতি হাজী আফতাব আলম জোবায়ের সাথে।
 
তারা জানান, যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ছোট শহর সৈয়দপুরে প্রতিদিন সৃষ্টি হয় যানজট। এ যানজট নিরসনে মটর মালিক শ্রমিক, সৈয়দপুর পৌরসভা এবং দায়িত্বে থাকা কর্তাদের এগিয়ে আসতে হবে। তাহলেই হয়তো যানজট নিরসন সম্ভব।
 
এ ব্যাপারে নীলফামারী জেলা ট্রাফিক ইন্সপেক্টর ওয়াজ নবী বলেন, ট্রাফিক বিভাগ যানজট নিরসনে নিষ্ঠার সাথে কাজ করছে। কাজে কোন প্রকার গাফলতি করা হচ্ছে না।
 
শহরে চলাচলকারী যানবাহনগুলোর লাইসেন্স সম্পর্কে কথা বলেন, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া। তিনি জানান, পৌরসভা কর্তৃক যানজট নিরসনে বেশ কয়েকবার রাস্তা থেকে অবৈধ গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পূর্বে সময় দিয়ে শহরে মাইকে প্রচার করাও হয়েছে। কিন্তু তারপরেও কেন যেন যানজট কমছে না।