English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৬ ১০:৪৮

নড়াইলে সাতটি ইউপির ৬টিতে আ’লীগ, ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে সাতটি ইউপির ৬টিতে আ’লীগ, ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

নড়াইল সদর উপজেলার সাতটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেলে ৪ টা পর্যন্তু ভোট গ্রহন চলে। নারী-পুরুষ ভোটাররা প্রচন্ড রোধ উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

জেলার ৭টি ইউনিয়নের ৬টিতেই আওয়ামী লীগের প্রার্থীরা জয় লাভ করে। অপর একটিতে স্বতন্ত্র (আওয়ামী লীগের) বিদ্রোহী প্রার্থী জয় লাভ করেন।

নির্বাচনে যারা বিজয়ী হলেন- আউড়িয়া ইউপিতে (আ.লীগ) পলাশ মোল্যা, চন্ডিবরপুর ইউপিতে (আ.লীগ) আজিজুর রহমান ভুইয়া, শাহাবাদ ইউপিতে স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহি) দেলোয়ার হোসেন পান্না, হবখালী ইউপিতে (আ.লীগ) রিয়াজুল ইসলাম চঞ্চল, তুলারামপুর (আ.লীগ) বুলবুল আহম্মেদ, মাইজপাড়া ইউপিতে ( আ.লীগ) জিল্লুর রহমান , মুলিয়া ইউপিতে  (আ.লীগ) রবিন্দ্রনাথ অধিকারি।