English Version
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৬ ০২:০৬

নীলফামারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সুমন মূখাজী নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি গ্রাম থেকে সোনা মিয়া (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে। 

আজ শুক্রবার দুপুরে ওই লাশ উদ্ধার করা হয়। সোনা মিয়া ওই গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। এলাকাবাসী জানায়, সকালে তারা তিস্তা নদীর ৭ নম্বর গ্রোয়েন বাঁধ সংলগ্ন ভুট্টা ক্ষেতের ধারে একটি গাছে সোনা মিয়ার লাশ ঝুলতে

দেখলে পুলিশ কে খবর দেয়। টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন বলেন, সোনা মিয়া অবিবাহিত ছিল এবং জটিল রোগে ভুগছিল। ধারনা করা হচ্ছে জটিল রোগের কারনে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারে। ডিমলা থানার এসআই তাজুল ইসলাম দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।