English Version
আপডেট : ২২ এপ্রিল, ২০১৬ ১০:২১

পাওনা টাকার জন্য যুবক খুন

মানিকগঞ্জ প্রতিনিধি
পাওনা টাকার জন্য যুবক খুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সুশান্ত সরকারকে (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত সুশান্ত ওই গ্রামের কৃষ্ণপদ সরকারের ছেলে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সুশান্ত মানিকগঞ্জ সদর হাসপাতালে মারা যায়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে হরগজ চরপাড়া এলাকার একটি চায়ের দোকানে সুশান্তর মামা মন্টু সরকার প্রতিবেশী কমল সরকারের কাছে পাওনা টাকা আদায় করা নিয়ে কথা কাটাকাটি করেন। ওই সময়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর কমল তার ভাই বিমল ও শ্যামলকে নিয়ে মন্টুর বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের লোহার রডের আঘাতে সুশান্ত ও মন্টু গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সুশান্তকে মৃত ঘোষণা করেন। মন্টু সরকার একই হাসপাতালে চিকিৎসাধীন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে সুশান্তের পরিবার।