English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০১৬ ২২:৫৪

শীতলক্ষ্যায় নৌকা ডুবিতে মা-ছেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
শীতলক্ষ্যায় নৌকা ডুবিতে মা-ছেলে নিখোঁজ

নারায়ণগঞ্জের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে বাল্ক হেডের ধাক্কায় যাত্রীবাহী খেয়া নৌকা ডুবে মা ও ছেলে নিখোঁজ হয়েছে। বুধবার রাত আটটায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছে।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের এস আই আবু তাহের জানান, বন্দর রেলিবাগান এলাকার চাঁন মিয়া তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য বন্দর খেয়াঘাট দিয়ে নৌকায় শীতলক্ষা নদী পার হয়ে নারায়ণগঞ্জে আসছিলো। এ সময় নদীর উত্তর দিক থেকে আসা একটি বাল্কহেড খেয়া নৌকাটিকে ধাক্কা দিলে এটি ডুবে যায়। এ সময় গৃহকর্তা চাঁন মিয়া ও নৌকার মাঝি সাঁতরে তীরে উঠতে পারলেও চান মিয়ার স্ত্রী সেতু বেগম ও শিশু ছেলে সাফিন পানিতে তলিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নৌ পুলিশ, সদর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। খবর- বাসস।