English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০১৬ ২০:০৪

নীলফামারীতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

সুমন মূখাজী, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

নীলফামারীর চারটি পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের পেনশন সুবিধাসহ সরকারি রাজস্ব তহবিল হতে বেতন ভাতা চালুর দাবিতে আজ বুধবার মানববন্ধন করেছে পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন নীলফামারী।

জেলা শাখার উদ্যোগে ডিসি অফিস মোড়ে আয়োজিত মানববন্ধনে জেলার সৈয়দপুর, জলঢাকা, ডোমার ও নীলফামারী পৌরসভার অন্তত শতাধীক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

এসময় মানববন্ধন চলাকালিন সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক। নুরুজ্জামান বাবু, জলঢাকা পৌরসভার পক্ষে রউফুল ইসলাম, ডোমার পৌরসভার পক্ষে উজ্জল কাঞ্জিলাল এবং সৈয়দপুর পৌরসভার পক্ষে মো. সুজন। মানববন্ধন ও সমাবেশ শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে প্রদান করে।