English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০১৬ ২০:০১

নড়াইলের মেলার নামে চলছে জুয়া ও মাদকের আসর

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
অনলাইন ডেস্ক
নড়াইলের মেলার নামে চলছে জুয়া ও মাদকের আসর
জুয়ার আসর চলছে

নড়াইলের ইতনা গ্রামে মেলার নামে চলছে জুয়া ও মাদকের রমরমা আসর। জুয়া ও মাদকের সাথে এলাকার উঠতি বয়সের ছেলেরা জড়িয়ে পড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অবলম্বে জুয়া ও মাদক বন্ধের জন্যে এলাকার সচেতন মহল দাবী জানিয়েছে।

জানা গেছে, উপজেলার ইতনা গ্রামে শ্রী শ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছ তলায় ৪ দিন ব্যাপি বৈশাখী মেলার নামে চলছে জুয়া ও মাদকের রমরমা আসর। মেলায় পুঁজা অর্চনা, কবি গান, পদাবলি কীত্তন ইত্যাদি আয়োজনের সাথে কমিটির সম্পাদক তমাল কুন্ডু ও স্থানীয় নেতা ইকতিয়ারের নেতৃত্বে চলছে জুয়া ও মাদকের রমরমা ব্যবসা।

সরেজমিনে গত মঙ্গলবার রাতে মেলা প্রাঙ্গনে গিয়ে দেখা গেছে, মেলায় বিভিন্ন দোকানের পাশা পাশি চরকা জুয়া খেলা চলছিল। এ মেলার মাঠের চারিপাশে চলছিল বিভিন্ন ধরনের মাদকের হাট। উপজেলা প্রশাষনকে না জানিয়ে এ ধরনের আয়োজন করায় ক্ষতিগ্রস্থ হচ্ছে এলাকার উঠতি বয়সের ছেলেরা। জুয়া ও মাদকের নেশায় আসক্ত হয়ে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে।

অভিযোগে জানা গেছে, পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে এ মেলার কার্যক্রম চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ সেলিম রেজা জানান, ‘মেলার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোন অনুমতি দেওয়া হয়নি এবং জুয়া বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’। লোহাগড়া থানার অফিসার (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ‘মেলার কোন অনুমোদন নেই। মেলায় জুয়া ও মাদকের আসর বসতে দেয়া হবে না’।