English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০১৬ ১৯:৫৬

পানছড়ির উল্টাছড়িতে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:
পানছড়ির উল্টাছড়িতে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

বর্তমান সরকার একতরফা দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘোষনাসহ দুটি নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনেক প্রাণহানির ঘটেছে অভিযোগ এনে (৩য় ধাপে) নির্বাচনে পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থীকে প্রাণ নাশের হুমকিসহ একাদিক অভিযোগে উল্টাছড়ি ইউনিয়নে ভোট বর্জনের ঘোষনা দিয়েছে বিএনপি।

বুধবার খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে প্রার্থী রিপন ত্রিপুরা এ ঘোষনা দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির  সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি- কংচাইরী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক-মোস্তাফিজুর রহমান মিল্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক- এমএন আবছার, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি- বেলাল হোসেন, সাধারণ সম্পাদক- সিরাজুল ইসলাম, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক-ইব্রাহিম খলিল প্রমূখ।

এ সময় নেতৃবৃন্দরা,আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহ প্রার্থীর সন্ত্রাসীরা আমার প্রচারণায় বাধা, মাইক ভাংচুর, পোষ্টারছেড়া, নেতাকর্মীও সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, গণসংযোগ, উঠান বৈঠকে বাধা ও হুমকী প্রদান করে আসছে বলে জানান।

এছাড়াও আঞ্চলিক দলের একাংশের সশস্ত্রগ্রুপ নির্বাচন থেকে সরে দাড়ানোর জন্য চাপ সৃষ্টি ও প্রাণনাশের হুমকী প্রদান করছে। সরকারী দল ও আঞ্চলিক দলের কর্মকান্ডে নিবার্চনী পরিবেশ বিঘ্নিত হচ্ছে। উল্টাছড়ি নির্বাচনী এলাকা একটি আতংকের  জনপদ হিসেবে পরিচিতি পেয়েছে উল্লেথ করে এ সকল বিষয়ে প্রশাসন কোন প্রকার ব্যবস্থা গ্রহন করছে না বলে অভিযোগ করা হয়।  

এছাড়াও ১নং লোগাং ইউনিয়ন বিএনপি প্রার্থীর মনোনয়ন পত্র ছিনতাই, ২ন চেংগী ও ৩নং পানছড়িতে মনোনয় পত্র প্রত্যাহারে বাধ্য করেছে। ৪নং লতিবানে বিএনপি প্রার্থীকে প্রচারণা না করার জন্য জিম্মি করে প্রার্থী ও সমর্থকদের নিকট হতে অঙ্গীকার আদায়। একইভাবে মহালছড়ি ও মাইসছড়ি ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থীদের একই কায়দায় নির্বাচনী কার্যক্রম বন্ধ করা,মানিকছড়ির তিনটহরী ইউনিয়নে বিএনপি প্রার্থীর মনোনয়ন পত্রের কাগজ পত্র ছিনিয়ে নিয়ে অযোগ্য ঘোষনা করেছে। রামগড় ও দিঘীনালায় একই কায়দায় নির্বাচনী প্রচারে বাধা, নেতাকর্মীদের মারধর, ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে নির্বাচনের পূর্বে এলাকা ত্যাগ করার জন্য চাপ সৃষ্টিসহ পাতাছড়া ইউনিয়নে গণসংযোগ ও করতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এমতাবস্থায় নেতাকর্মী এবং নিরীহ ভোটার ও জানমালের নিরাপত্তার স্বার্থে প্রতিবাদ জানিয়ে উল্টাছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জন করার কথা জানান প্রার্থী।