English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০১৬ ১৮:৩৫

গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ

রেজাউল কবির রাজিব, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক
ইউনিয়নের শপথ গ্রহণ

টঙ্গীতে গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান ও দায়িত্ববার গ্রহণ গতকাল বুধবার জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নির্বাচন কমিশনার বাংলাদেশ সড়ক ও পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ উসমান আলীর সভাপতিত্বে নির্বাচন সচিব মোঃ রবিউল্লাহ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

শপথ ও দায়িত্ববার গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মির্জা শামীম হাসান, সাধারণ সম্পাদক শামসুল আলম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক শামসুল হক রানা, কার্যকরী সভাপতি মোঃ জালাল উদ্দিন, সহ-সভাপতি আফজাল তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম, সুলতান গাজী, কোষাধ্যক্ষ নূরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ তোতা মিয়া, প্রচার সম্পাদক সাহেব আলী, ক্রীড়া সম্পাদক মোঃ নাসির উদ্দিন, কার্যকরী সদস্য মোঃ মোমেন খান, বাছির মিয়া, সাবেক সভাপতি হাজী আব্দুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক দুদু মিয়া, গাজীপুর জেলা ট্রাক কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহাব উদ্দিন মিয়া, মালিক সমিতির সাধারণ সম্পাদক জিলাল উদ্দিন জালাল প্রমুখ।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঝাকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।