English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০১৬ ১৮:৩১

নোয়াখালীতে স্কুল-কলেজ শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে স্কুল-কলেজ শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

 

প্রাথমিক পরবর্তী স্কুল-কলেজ শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় শিক্ষক-কর্মচারী ফন্টের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন জেলার বেসরকারী স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা।

বুধবার সকাল ১০ টায় জেলা শহরের টাউনহল মোড়ের প্রধান সড়কে এ মানবন্ধন কর্মসূচী পালন করেন।

মানববন্ধন কর্মসূচী থেকে ইতিপূর্বে শিক্ষক-কর্মচারীদের ৮ম জাতীয় বেতন স্কেল অন্তর্ভূক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান বক্তারা।

বক্তারা বলেন- বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, তাই আমরা আশাবাদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অসমাপ্ত দাবী সমূহ যথাক্রমে- বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব বোনাস, সম্মানজনক বাড়ী ভাড়া, বেতনের সাথে আনুপাতিকহারে বাৎসরিক বৃদ্ধি, পদোন্নতির ক্ষেত্রে অনুপাত প্রথা বাতিল, পূর্ণাঙ্গ অবসরভাতা প্রদান করবেন।

মানববন্ধন কর্মসূচীতে জাতীয় শিক্ষক-কর্মচারী ফন্ট নোয়াখালী জেলা শাখার আহবায়ক মতিন উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেনর- জাতীয় শিক্ষক-কর্মচারী ফন্টের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ প্রদীপ নারায়ণ সাহা, অধ্যক্ষ মোনায়েম খান, অধ্যাপক ফজলুল কাদের চৌধুরী, অধ্যাপক আলা উদ্দিন চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন- অধ্যক্ষ নাজিম উদ্দিন আহম্মেদ, অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, অধ্যক্ষ সফিকুর রহমান, অধ্যাপক ফেরদৌস প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা শহরের প্রধান সড়কে একই দাবিতে বিক্ষোভ মিছিল করে বেসরকারী স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা।