English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০১৬ ১৬:৫৩

ইভটিজিং দায়ে যুবককে ২ বছরের কারাদন্ড

উজ্জ্বল রায়
ইভটিজিং দায়ে যুবককে ২ বছরের কারাদন্ড

নড়াইলে ইভটিজিং দায়ে মো. ইব্রাহিমকে (২৩ ) দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রামমান আদালত।

বুধবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিয়ে এ রায় দেন ভ্রামমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন। ইব্রাহিম নড়াইল পৌর এলাকার মাছিমদিয়া গ্রামের আলাউদ্দিন মিনার ছেলে।

ভ্রামমান আদালত সুত্রে জানা গেছে, নড়াইল শিবসংকর বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেনীর এক ছাত্রী বিদ্যালয়ে আসার পথে ইব্রাহিম রাস্থায় প্রকাশ্যে ছাত্রীকে জড়িয়ে ধরে। এসময় এলাকার লোকজন এগিয়ে এসে ছাত্রীকে উদ্ধার করে। এবং যুবকে আটক করে পুলিশে খবর দেয়।

সদর থানার এসআই এনামুল ও মনিরের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে ভ্রামমান আদালত সেখানে হাজির হয়ে তাকে ২ বছরের কারাদন্ড দেন। ভ্রামমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন।