English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০১৬ ১০:০১

গাজীপুরে আ’লীগ নেতা ও ইউপি সদস্য প্রার্থীকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে আ’লীগ নেতা ও ইউপি সদস্য প্রার্থীকে কুপিয়ে হত্যা
মেম্বার পদপ্রার্থী আওয়ামী লীগের নেতা মো. আকতার হোসেন খন্দকার

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আকতার হোসেন খন্দকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

গতকাল মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার আমুনা বনকরা এলাকায় এ ঘটনা ঘটে।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, একটি অনুষ্ঠান থেকে আক্তার হোসেন রাতে গাজীপুর সদর উপজেলার আমুনা বনকরা এলাকায় ফিরছিলেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।