English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ২০:০৭

দিনাজপুরে নদীতে ডুবে ৩ স্কুল ছাত্রের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে নদীতে ডুবে ৩ স্কুল ছাত্রের মৃত্যু

দিনাজপুর শহরের পূণর্ভবা নদীতে ডুবে ৩ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ৪টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি শহরের বাঙ্গিবেচা ঘাট এলাকায় নদী থেকে ওই তিন কিশোরের লাশ উদ্ধার করে বলে জানান দিনাজপুর কোতোয়ালি থানার ওসি একেএম খালেকুজ্জামান।

মৃত স্কুল ছাত্ররা হলো- ঘাসিপাড়া মহল্লার আফসার নান্নুর ছেলে সিরাজউদ্দিন নয়ন (১৫), একই বাড়ির ভাড়াটিয়া সাহাবুদ্দিনের ছেলে রাজু (১৫) ও ইকবাল হোসেনের ছেলে নাদিম (১৪)।

ওসি খালেকুজ্জামান বলেন, বেলা ১টার দিকে শহরের বাঙ্গিবেচা ঘাট এলাকায় নদীতে গোসল করতে নেমে ডুবে যায় এ তিন কিশোর। পরে বেলা সাড়ে ৩টার দিকে রংপুর থেকে ফায়ার সার্ভিসের দু’জন ডুবুরী এসে ওই জায়গা থেকেই তিন কিশোরের লাশ উদ্ধার করে। তারা সবাই একই স্কুলের ছাত্র বলে জানান নিহতদের পরিবার।