English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ১৯:৫৪

নোয়াখালী পৌর নির্বাচন বানচাল ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী পৌর নির্বাচন বানচাল ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ

আসন্ন নোয়াখালী পৌরসভা নির্বাচন বানচাল করতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান মেয়র হারুনুর রশিদ আজাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

মঙ্গলবার বিকাল ৫টায় জেলা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয় নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন- শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল। এর আগে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- শহর আওয়ামীলীগের সহসভাপতি ইকবাল হোসেন আরজু, আতাউর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন সোহান, নজরুল ইসলাম উজ্জল, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন শাহেদ, জেলা যুবলীগের যুগ্মআহবায়ক আহসান হাবিব হাসান, একরামুল হক বিপ্লব, শহর যুবলীগের যুগ্ম আহবায়ক নুর আলম সিদ্দিকী রাজু, জেলা যুবলীগ নেতা নাজমুল আলম মঞ্জু, মো. নাজিম উদ্দিন, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক সুজন, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন সুমন, জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রহমত উল্যা ভূঁইয়া প্রমুখ। বিক্ষোভ মিছিল থেকে বর্তমান মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে  স্লোগান দেওয়া হয়। এর সময় মেয়র হারুনের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। পরে সমাবেশে শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল বলেন- নোয়াখালী পৌরসভা নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। পৌর নির্বাচন বাঁধাগ্রস্ত করতে যে মামলা দায়ের করা হয়েছে তা প্রত্যাহার না করলে আরো কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে।