English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ১১:৪১

থানচিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

নিজস্ব প্রতিবেদক
থানচিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

বান্দরবান জেলার থানচি উপজেলায় তিন ব্যবসায়ীকে অপহরণ ও হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে থানচি উপজেলা বাজার কমিটির ডাকে  সকাল-সন্ধ্যা হরতাল চলছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। সোমবার সন্ধ্যায় স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল শেষে এ হরতালের ডাক দেন।   থানচি উপজেলা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হরতালের ডাক দেন।   উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্য হ্লা চিং মার্মা জানান, তিন ব্যবসায়ী হত্যার ঘটনায় উপজেলায় ব্যাপক উত্তেজনা চলছে। স্থানীয় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বেশ কয়েকটি অফিসে ভাঙচুরও চালিয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।   অপহরণের দুইদিন পর সোমবার বিকেলে উপজেলার ডিমপাহাড় এলাকা থেকে তিন গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।