English Version
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৬ ২০:৫৫

খাগড়াছড়িতে মুজিবনগর দিবস পালিত

অনলাইন ডেস্ক
খাগড়াছড়িতে মুজিবনগর দিবস পালিত

পার্বত্য জেলা খাগড়াছড়িতে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিব নগর দিবস। খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসুচি পালন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে রোববার সকাল সাড়ে ৯টায় জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্য্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দলীয় নেতা কর্মীরা ১ মিনিট নিরাপত্তা পালন করে।

মুজিবনগর দিবস পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি বীরমুক্তিযোদ্বা রনবিক্রম ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।

১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়।

এম এ জি ওসমানীকে সরকারের প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়। শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথতলাকে মুজিবনগর নামকরণ কর হয়।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্থানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি জাতির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করা হয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।

মুজিবনগরে ১২ জন আনসার সদস্য বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনির হোসেন খাঁন, পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পার্বত্য জেলা পরিষদ সদস্য এ্যাড.আশুতোষ চাকমা, মংসুইপ্রু চৌধুরী অপু, খোকনেশ্বর ত্রিপুরা,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাবেদ হোসেন,জেলা যুবলীগের সভাপতি যতন ত্রিপুরা,জেলা ছাত্রলীগের সভাপতি টিকু চাকমা প্রমূখ।