English Version
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৬ ২০:৪৮

পানিতে ডুবে মারা গেল চবির ছাত্র

অনলাইন ডেস্ক
পানিতে ডুবে মারা গেল চবির ছাত্র

খাগড়াছড়ির পানছড়িতে বৈসাবীতে উৎসবে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এ্যাডিসন চাকমা (মন্টু)।

মহালছড়ি উপজেলার কিয়াংঘাট রাঙ্গা পানিছড়া এলাকার মৃত বিনোদ কুমার চাকমার ছেলে এ্যাডিসন চাকমা (মন্টু) তার সহপাঠী পানছড়ির মনির চাকমার বাড়িতে বৈসাবীর উৎসবে বেড়াতে আসে।

শুক্রবার তারা কয়েকবন্ধু মিলে চেংগী নদীর বারার ড্যাম এলাকায় গোসল করতে নামে। সবার অজান্তে এ্যাডিসন চাকমা পানিতে তলিয়ে যায়। অনেক খোজাখুজির পরও দু’দিন তার কোন সন্ধান পাওয়া যায়নি।

গতকাল রোববার বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা চেংগী নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে। এ্যাডিসন চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এন্ড সায়েন্স বিভাগের ছাত্র। তার মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।