English Version
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৬ ২০:৪৪

পানছড়িতে অস্ত্রসহ ২ চাঁদাবাজ আটক

অনলাইন ডেস্ক
পানছড়িতে অস্ত্রসহ ২ চাঁদাবাজ আটক

খাগড়াছড়ি জেলার পানছড়িতে দেশীয় তৈরী এলজিসহ ২ উপজাতীয় যুবককে আটক করেছে ২০ বিজিবি। আটককৃতরা হলেন- ১নং লোগাং ইউপির জগপাড়া গ্রামের মৃত বীরেন্দ্র চাকমার ছেলে রুপান্ত চাকমা (৩০) ও দুধুকছড়ি সূর্যচন্দ্র পাড়া গ্রামের মৃত প্রমথ চন্দ্র চাকমার ছেলে হেমন্ত চাকমা (৩২)।

জানা গেছে, পানছড়ি লোগাং বিজিবি ক্যাম্প অতিক্রম করার সময় সন্দেহজনক ভাবে প্রথমে রূপান্ত চাকমাকে আটক করা হয়। পরে তার তথ্যানুযায়ী লেন্ডিয়াপাড়ার মনিপুর এলাকায় অভিযান চালিয়ে  হেমন্ত চাকমাকে অস্ত্রসহ আটক করা হয়।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ আ. জব্বার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিজিবি ২ জনকেই গতকাল রোববার পুলিশের হাতে হস্তান্তর করে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।